আমাদের বার্তা
একদিন হঠাৎ মনে হলো আমাদের আশেপাশে কত ইতিহাস ছড়িয়ে রয়েছে। আমাদের নিত্যনৈমিত্তিক কাজকর্ম, রীতি-নীতির মধ্য দিয়ে তা বারংবার প্রকাশ পায়। কিন্তু সেই ইতিহাসকে তেমন ভাবে অনুভব করিনা আমরা। তাই অবহেলায় পরে পরে সে নষ্ট হতে থাকে। বর্তমান যুগে পশ্চিমী সংস্কৃতিকে আপন করতে করতে আমরা নিজেদের স্বভাব চরিত্র পুরপুরি পাল্টে ফেলেছি। 'আধুনিক' সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে জলাঞ্জলি দিয়েছি পুরোনো রীতি-নীতি, আচার-আচরণকে। হয়তো এটাই ভবিতব্য, কারণ যুগের সাথে তালে তাল মিলিয়ে এগোতে হলে 'আধুনিক'-তো হতেই হবে। কিন্তু নিজেদের ইতিহাসকে ভুলে গেলে যে নিজের স্বত্বাকে অস্বীকার করা হবে ! অবশ্য পশ্চিমী দেশগুলো তাদের স্বত্বা, তাদের ইতিহাসকে ঠিকই ধরে রেখেছে। সুতরাং আমাদের ভবিষ্যতের পথে এগোতে হলে অতীতকে ভুললে চলবেনা। ঘড়ির কাঁটা থেকে ইটের গাঁথনী সর্বত্রই ইতিহাস নিজেকে আত্মগোপন করে রেখেছে, তাকে খুঁজতে হবে। জীর্ণ গৃহে থেকে থেকে ঐতিহ্য আজ বৃদ্ধ, তার বিশ্রামের প্রয়োজন মৃত্যুর নয়। এই ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন সময়ের জানা অজানা কিছু তথ্য আঞ্চলিক বা সামগ্রিক রূপে উপস্থাপন করার চেষ্টায় আমরা এই 'আধুনিক' যুগের 'আধুনিক' অস্ত্রকে ব্যাবহার করলাম।